হোম > সারা দেশ > বান্দরবান

ফের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলি। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে গুলির আওয়াজে উপজেলার তমব্রুবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাজারের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। পাশের হিন্দুপাড়া, বাজারপাড়া, কোনারপাড়া, তমব্রু পশ্চিমপাড়াসহ কয়েকটি এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোনারপাড়া বাজারের ব্যবসায়ী আবদুল আলিম, মোহাম্মদ হোসেন ও সৈয়দ নুর জানান, হঠাৎ গোলাগুলির বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়। বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবদুল আলিম বলেন, ধারণা করা হচ্ছে, তমব্রুবাজারের কয়েক শ গজ দক্ষিণে মিয়ানমার অংশের সীমান্ত চৌকি তমব্রু রাইট ক্যাম্পে দখলে থাকা বিদ্রোহী আরাকান আর্মি রয়েছে। চৌকিতে অপর বিদ্রোহী গ্রুপ আরসা এ হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষ একে ৪৭ ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করেছে।

তমব্রু রাইট ক্যাম্প দখলে মরিয়া আরসা হামলা শুরু করলে আরাকান আর্মি পাল্টা গুলি চালায়। যা বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে। এলাকাবাসীর প্রাথমিক ধারণা, অন্তত অর্ধশতাধিক গুলির শব্দ তাঁরা শুনেছেন।

ব্যবসায়ীরা আরও জানান, গোলাগুলি শুরু হলে পাশে থাকা বাংলাদেশ সীমান্তরক্ষী ৩৪ বিজিবির অধীন তমব্রু বিওপি ক্যাম্পের জোয়ানদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আরেকটি সূত্রে জানা গেছে, দুই বছর আগে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে সীমান্ত এলাকাটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা এসব চৌকি দখলে নিতে মরিয়ে হয়ে উঠেছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর মোহাম্মদ ভুট্টো বলেন, দীর্ঘদিন পর ১১ আগস্ট সীমান্তে দেড় ঘণ্টা সময় ধরে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাই। আজও একই ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো সংবাদ তিনি পাননি।

৩৪ বিজিবির অধিনায়ক এস এম খায়রুল আলম বলেন, গোলাগুলির ঘটনা ঘটলেও এটি বাংলাদেশের অভ্যন্তরে নয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবি নিয়মিত টহল চলমান রয়েছে। সর্বোচ্চ সতর্ক আছে বিজিবি জোয়ানরা।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ