হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে র‍্যাবের ৮ সদস্য আহত, আটক ৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে র‍্যাবের সঙ্গে কুকিচিন ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র‍্যাব। গোলাগুলিতে আহত হয়েছেন র‍্যাবের আট সদস্য। 

রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দোলিচান ম্রো ও থামলো বম পাড়া, মাঝখানে নির্মাণাধীন সড়কের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। পরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

র‍্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘সকালে থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রিপ্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এখনো চলছে।’ 

র‍্যাব মহাপরিচালক জানান, র‍্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

এই ব্রিফিংয়ের সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুণদের অনেকেই জামাআতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠনটির নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র‍্যাব ও সেনাবাহিনী।

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার