হোম > সারা দেশ > বান্দরবান

রুমার তিনটিতে নৌকা ও একটিতে বিদ্রোহী প্রার্থীর জয়লাভ

রুমা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রুমার চারটি ইউনিয়নের তিনটিতে নৌকা ও একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাইন্দু ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট ১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে উহ্লামং মারমা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ. লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাপত্লং বম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। পাইন্দু ইউনিয়নের মোট ভোটার ৪ হাজার ২৭০ জন। রুমা সদর ইউনিয়নের নৌকার প্রতীক নিয়ে শৈমং মারমা শৈবং ৩ হাজার ৪৯৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চিংসাথোয়াই মারমা (বিপ্লব) পেয়েছেন ২ হাজার ৩৩৬ ভোট। 

৪ নম্বর গালেঙ্গ্যা ইউনিয়ন ৯টি কেন্দ্র থেকে আ. লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৮৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেনরত ম্রো। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১ হাজার ২৯ ভোট। দুর্গম রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আ. লীগের মনোনীত প্রার্থী নৌকার প্রতীকে জিরা বম এগিয়ে রয়েছেন। 

রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের ৯টি কেন্দ্র থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে আ. লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে সর্বমোট প্রাপ্ত ভোট ১ হাজার ২৭২ টি। তাঁর প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রার্থী ইউজিন ত্রিপুরা পেয়েছেন ১ হাজার ২৭ ভোট। এতে নৌকার প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জিরা বম।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা