হোম > সারা দেশ > বান্দরবান

কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বান্দরবানের নুমে ও সিংখ্যাউ 

বান্দরবান প্রতিনিধি

কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বান্দরবানের দুই ক্রীড়াবিদ নুমে মারমা ও সিংখ্যা উ। আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই দুই প্রতিযোগী। 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, আরব আমিরাতে আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় কারাতে ও জুজুৎসু উভয় ইভেন্টে অংশ নেবেন নুমে মারমা এবং জুজুৎসুতে অংশ নেবেন সিংখ্যা উ। কোচ হিসেবে তাঁদের সঙ্গে যাচ্ছেন সিং মং। 

গতকাল বুধবার এ দুই ক্রীড়াবিদ উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়াসহ সার্বিক বিষয়ে পরামর্শের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ক্যশৈহ্লা এ দুই ক্রীড়াবিদের সাফল্য কামনা করে বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হলে নিজেরা যেমন বিশ্ব দরবারেও পরিচিতি পাবেন, তেমনি বাংলাদেশেরও মুখ উজ্জ্বল হবে, বান্দরবানবাসী হবে গৌরবান্বিত। 

এ বিষয়ে তিনি আরও বলেন, কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ব্যাপারে এ দুই ক্রীড়াবিদকে পার্বত্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে। কারাতে ফেডারেশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কারাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বান্দরবানে কারাতের অনেক প্রতিভা রয়েছে। তাদেরও সঠিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে গড়ে তোলা গেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কারাতের ক্ষেত্রে সুনাম অর্জন করা সম্ভব।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা