হোম > সারা দেশ > বান্দরবান

থানচি সীমান্ত সড়কে ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ট্রাক লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে থানচি উপজেলার সীমান্ত সড়কের ৮ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাড়িতে থাকা এক শ্রমিক জানান, থানচি বাকলাই সীমান্ত সড়ক নির্মাণকাজের জন্য ৪টি ট্রাকে করে ইট নেওয়া হয়েছিল। ইটগুলো আনলোড করে থানছি সদরে ফেরার পথে ৮ কিলো নামক এলাকায় ৭ জন সশস্ত্র এবং মাথায় লাল কাপড় বাঁধা সন্ত্রাসীরা ট্রাক লক্ষ্য করে অতর্কিতভাবে সাতটি গুলি ছোড়ে। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের বিভিন্ন স্থানে গুলি লাগে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘ট্রাককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোঁড়ার খবর তিনিও শুনেছেন, অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

জানা গেছে, এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় যৌথবাহিনীর চলমান অভিযানে গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা