হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে কেএনএফের আরও ৩ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা থানার দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)। তিনজনই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, পুলিশ-আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত কেএনএফের সহযোগীসহ ১০৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন–

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার