হোম > সারা দেশ > বান্দরবান

লামায় বোনকে হত্যার অভিযোগে সৎভাই ও মাকে আটক

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা