হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে নবনির্বাচিত ৪৮ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চার ইউপিতে নবনির্বাচিত ৪৮ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম এ শপথবাক্য পাঠ করান। 

নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১২ জন, ২ নম্বর তারাছা ইউনিয়নের ১২ জন, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ১২ জন, ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ১২ জন। 

বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বলেন, নির্বাচিত প্রত্যেককে এলাকার উন্নয়নের লক্ষ্যে নিজ নিজ ওয়ার্ডে কাজ করতে হবে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, চারটি ইউনিয়নের ৪৮ জনের মধ্যে প্রবীণ ও নবীন রয়েছে। প্রত্যেককে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোন এলাকার জনগণ, কে কোন পার্টি করে, তা দেখার বিষয় নয়। সবাইকে উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করতে হবে। 

অনুষ্ঠান শেষে সব সদস্যকে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ ধারাগুলো প্রেজেক্টরের মাধ্যমে দেখানো হয়। 

অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। 

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই ৪৮ জন সদস্য নির্বাচিত হন। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ