বান্দরবানের থানচিতে ২৯টি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ন তত্ত্বাবধানে গ্যালেঙ্গা সিআইও ক্যাম্প আশপাশের এলাকায় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়েছে।
জোন কমান্ডার লে: কর্নেল খন্দকার মো. শরীফ-উল-আলম জানান, পাহাড়ে এখনো সন্ত্রাসী কার্যক্রম সক্রিয় রয়েছে। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতায় উচ্চ বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে। সন্ত্রাসীদের দীর্ঘদিন ধরে মাটিতে পুতে রাখা ২৯টি উচ্চ বিস্ফোরক (মর্টার শেল) উদ্ধার করতে না পারলে অত্র এলাকার বসবাসরত স্থানীয় জনগণের বড় ধরনে দুর্ঘটনা ঘটতে পারত।
খন্দকার মো. শরিফ-উল-আলম আরও বলেন, পাহাড়ে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে আইন শৃঙ্খলার বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।