হোম > সারা দেশ > বান্দরবান

সেনা সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়িতে নাগরিক পরিষদ

খাগড়াছড়ি প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্রাশফায়ারে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানকে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, হাবিবুর রহমানকে হত্যা ও অপর এক সেনা সদস্যকে আহত করেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সন্ত্রাসীরা। ওই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর। 

বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকময়ন হোসেন। 

এর আগে একটি বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কয়ার থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা