হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমারের ৪ চাকমা নাগরিকের অনুপ্রবেশ, ফিরিয়ে দিল বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ঘুমধুমের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমারের চার নাগরিককে আটক করে পরে ফিরিয়ে দিয়েছে বিজিবি। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৩৭–এর কাছে আমবাগান নামক এলাকা দিয়ে তাঁরা প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করে ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ির বিওপি জোয়ানরা। 

বিজিবি সূত্র জানায়, ওই চারজন মিয়ানমারের মংডু শহরের ছামবারা গ্রাম থেকে পালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় টহলরত বাইশফাঁড়ি বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। পরে অধিনায়কের নির্দেশে তাঁদের মিয়ানমারে পুশব্যাক করা হয়। তাঁদের মধ্যে ৩ জন নারী ও একটি ছেলে শিশু ছিল। 
 
মিয়ানমারের ওই নাগরিকেরা হলেন—মাতিনোও চাকমা (২৭), লয়াঅং (৪), মমাঅং চাকমা (২০) এবং খাইংম্মা চাকমা (২৫)। তাঁরা সবাই মংডু জেলার তুমব্রুর ছামবালা গ্রামের বাসিন্দা। 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিজিবি কর্তৃক আটক হন তাঁরা। এরপর তাঁদের একই দিন একই স্থান দিয়ে বেলা আড়াইটায় মিয়ানমারে পুশব্যাক করা হয়।’ 

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপিসহ নিরাপত্তা বাহিনীর ৩৩০ সদস্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫