হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের ২ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

ভান মুন লম বম ও ফিলিপ খিয়াং। ছবি: আইএসপিআর

বান্দরবানের রুমা কেপলংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬)।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। পালিয়ে যাওয়ার সময় অপারেশন দলটি ভান মুন লম বম ও ফিলিপ খিয়াংকে আটক করে।

তাঁরা আরও জানান, আটক কেএনএফ সদস্যরা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দেড় বছর ধরে অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা কেএনএফ সংঘাতের কারণে পালিয়ে যায় বম সম্প্রদায়ের অনেকে। ২২ জানুয়ারি সেনা সহায়তায় দীর্ঘ ১০ মাস পর রুমা ও থানচি উপজেলা সীমান্তের রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বমপাড়ার ১০টি পরিবারের ২৬ জন সদস্য নিজ বাড়িতে ফিরে আসেন।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ