হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলি, আহত ৫

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পর্যটকদের বাসকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বান্দরবান-বাঙালহালিয়া সড়কের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের গ্লাস ও টায়ার ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই গাড়ির ৫ যাত্রী আহত হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা থেকে পর্যটকবাহী একটি জিপ গাড়ি রাঙামাটির রাজস্থলী যাওয়ার পথে বিকেল ৫ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এলে সন্ত্রাসীরা ওই গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

বান্দরবান সদর থানার এসআই গোবিন্দ কুমার শর্মা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা স্থানীয়দের কাছে জানতে পারে নারীসহ ৫জন আহত হয়েছে। তবে তারা পার্শ্ববর্তী রাঙামাটির বাঙালহালিয়া বাজারে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। 

এদিকে সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের সদর জোনের পক্ষ থেকে রাত ১০টার দিকে জানানো হয়, জনসংহতি সমিতির (সন্তু লারমা) গ্রুপের সন্ত্রাসীরা গাড়িকে লক্ষ্য করে ৪০-৫০ রাউন্ড গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ও সামনের চাকা ফেটে যায়। তারা দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন। 

নিরাপত্তাবাহিনী জানায়, ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ