হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তে গুলির বিকট শব্দে কাঁপল বাহিরমাঠ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারে গুলির বিকট শব্দে কেঁপে উঠেছে এ পারের লেবুছড়ি বাহিরমাঠ গ্রাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম, শফিক আহমদ ও গুরামিয়া জানান, তারা নিজ নিজ বাড়িতে ছিলেন। বাহির মাঠ এলাকার গৃহিণীরা পারিবারিক কাজে ব্যস্ত তখন। শিক্ষার্থীরা পড়ার টেবিলে, ঠিক সেই মুহূর্তে পরপর তিনটি বিকট শব্দের গুলির আওয়াজে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।

তারা আরও জানান, ৫০ নম্বর পিলারের সীমান্ত গেট পয়েন্ট এলাকায় এ শব্দ তারা শোনেন। যা ওই পারের জান্তা সরকারবিরোধী গোষ্ঠী আরকান আর্মি (এএ) নিয়ন্ত্রণে রয়েছে। আর সেখান থেকে অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও এর অবস্থানও রয়েছে।

ধারণা করা হচ্ছে, পরস্পরের মধ্যকার আধিপত্য বিস্তারের জন্য তারা সীমান্তের জিরো পয়েন্টে গোলাগুলি করে থাকে। কারণ উভয় বিদ্রোহী গোষ্ঠী এখন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থান করছে। জান্তা সরকার এ সীমান্ত এলাকা হারিয়েছে গত দেড় বছর আগে।

৪৫ নম্বর পিলার এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য সাবের আহমদ বলেন, ‘সীমান্ত এখন আতঙ্কের নাম। কখনো গোলার আওয়াজ আবার কখনো যুদ্ধ বিমানের। সাধারণ মানুষ খুবই আতঙ্কে থাকেন এ সব কারণে। কিন্তু হতদরিদ্র হওয়ায় তারা অন্যত্র চলেও যেতে পারছেন না।’

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি) কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সংযোগ না পাওয়া তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে মাঠ পর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি যেহেতু মিয়ানমার অংশের সেহেতু তাদের করার বা বলার কিছু নাই। তাই কোন বক্তব্য দেওয়াও সম্ভব না।’

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা