হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুমে বন্যার পানিতে ২ জনের মৃত্যু

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

ঘুমধুমে বন্যার পানিতে ভেসে আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন ঘুমধুম শীল পাড়ার সুবাস বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (১৭)। অপরজন আবদুর রহিম (২৮) নামের একজন রোহিঙ্গা। 
 
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, তাঁরা তিনজন বন্যা দেখতে রাস্তায় বের হয়। একপর্যায়ে সড়কের মাঝে কোমর পানির স্রোত পার হতে গেলে একজন ছাড়া বাকি দুজন পানির স্রোতে ভেসে যায়। 
 
তুমব্রু বাজারের ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমর সমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে। একদিকে লকডাউনে আয় নেই। অন্যদিকে পাহাড়ি ঢলে মালামাল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। আর সড়কে কয়েকটি স্থানের পাহাড় ধসের কারণে ঘুমধুম-তুমরু-নাইক্ষ্যংছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন পানিতে ডুবে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে ভেসে যাওয়া সুমন বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। 

উল্লেখ্য-ঘুমধুমে গতকাল নদীতে ভাসমান অবস্থায় আব্দুর রহমান (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছিলেন থানা-পুলিশ। সে হিসেবে গত ২ দিনে এটি সহ ঘুমধুমে তিনজনের মৃত্যু হলো। 

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা