হোম > সারা দেশ > বান্দরবান

সীমান্তে টহলে গিয়ে বন্য হাতির হামলায় বিজিবি সদস্য গুরুতর আহত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমার থেকে চোরাচালান রোধ কল্পে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলি সীমান্তে টহলে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে বিজিবির এক সদস্য। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁর নাম নায়েক সুবেদার আব্দুল মান্নান। তিনি ভাল্লুকখাইয়া বিওপি ক্যাম্পের কমান্ডার বলে সূত্র দাবি করেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে উপজেলা সদর থেকে ৭-৮ কিলোমিটার দূরে অতি দুর্গম পাহাড়ে। 

খবর পেয়ে ১১ বিজিবি ব্যাটালিয়ন থেকে ৪ গাড়ি বিজিবি জোয়ান ঘটনাস্থলে যাত্রা করছেন তাকে উদ্ধার করতে। রাত ১১টা নাগাদ এ সংবাদ লেখা অবধি উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া বিজিবি জোয়ানরা ফিরে আসেনি উপজেলা সদরে। তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছেন আহত বিজিবি সদস্যকে বন্য হাতিটি তার লম্বা শুঁড় ও উপর্যুপরি পায়ের আঘাতে মেরে ফেলছে তাকে। তবে এ ঘটনার কোনো দায়িত্বশীল থেকে নিশ্চিত হওয়া যায়নি। আর এ ঘটনাটি ঘটেছে সীমান্ত পিলার ৪৯ ও ৪৮ নম্বর পিলারের মাঝখানে ভাল্লুকখাইয়া মৌজার বামহাতির ছড়ার বটতলী এলাকায়।

স্থানীয় সূত্রগুলো আরও জানান, ঘটনার পরপর বিজিবি অধিনায়কসহ কয়েক প্লাটুন বিজিবি সদস্য এবং স্থানীয় অর্ধশতাধিক গ্রামবাসী এখন ঘটনাস্থলের কাছাকাছি। তাদের ফিরতে আরও সময় লাগবে। 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, তিনিও ঘটনার কথা শুনেছেন। তবে বিজিবি সদস্যটি আহত না মারা গেছে তা নিশ্চিত হতে পারেননি তিনি। 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্য আহতের ঘটনা সঠিক। তবে মারা গেছে কিনা তিনি বলতে পারেন না। কারণ তাদেরকে বিজিবি থেকে এখনো কোনো সংবাদ দেননি। যদি দেন, তবে বিস্তারিত বলতে পারবেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, তিনি খোঁজ নিয়ে জানাবেন ঘটনা আসলেও কোন পর্যায়ে।

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মোবাইলে সংযোগ না পাওয়াতে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিজিবির একটি সূত্র দাবি করেন তারা গুরুতর আহত হওয়ার খবর শুনেছেন।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ