হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে গোলাগুলিতে ৮ জন নিহত

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।  

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।

ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।

তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান। 

রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা