বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আজ সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত ব্যক্তি কেএনএফের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির সদস্য।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আজ সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কেএনএফ সদস্যের নাম, পরিচয় ও কয়টি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে ২০২২ সালের অক্টোবর থেকে বান্দরবানের দুর্গম এলাকায় যৌথ বাহিনী অভিযানে এ পর্যন্ত সশস্ত্র কেএনএফের সদস্যসহ ১৭ জন নিহত হন। আহত হয়েছেন অর্ধশতাধিক এবং অপহরণের শিকার হয় অন্তত ৩০ জন।