হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ 

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির নিখোঁজের ১৬ ঘণ্টা পর লং রে খুমি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত তরুণী থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রি বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদাপাড়া এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়। আজ থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে তিনজন নিখোঁজের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ