হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানের ৬ ব্যবসায়ী পেলেন সেরা করদাতার সম্মাননা 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার ছয়জন ব্যবসায়ী ২০২১-২২ করবর্ষের সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। গতকাল দুপুরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। 

সেরা করদাতা হলেন বান্দরবানের পরিবহন ও ঠিকাদার ব্যবসায়ী কাজল কান্তি দাশ, ঠিকাদার ব্যবসায়ী মো. নুরুল আবছার, মোহাম্মদ আলী, রাজু বড়ুয়া, হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো. জুয়েল। 

জানা গেছে, গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকেও এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

সহকারী কর কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, কর কমিশনার (অঞ্চল-৪) এম এম ফজলুল হক, কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল-৩) মো. মাহমুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫