হোম > সারা দেশ > বান্দরবান

থানচি দুর্গম সীমান্ত থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচি উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামে র‍্যাব-৭ এবং বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়নের (বিজিবি) যৌথ অভিযানে রেমাক্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার বড় মাদক পাড়া থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

আটক হওয়া ওই ব্যক্তি রেমাক্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার বড় মাদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২)। 

বান্দরবানে থানচি উপজেলা দায়িত্বরত গোয়েন্দা সংস্থা তাদের নিজস্ব সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করছেন বলে সিনিয়র এসপি মো. আনোয়ার হোসেন জানান। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে থানচি বলিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাইলমারা পাড়ার হাইলমারা ঝিড়ির বেলি সেতুর নিচ থেকে ঞোচিংঅং মারমাকে আটক করা হয়। 

র‍্যাব ৭ সিনিয়র এসপি মো. আনোয়ার হোসেন বলেন, আটক হওয়া ওই ব্যক্তিকে থানচি থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

থানচি থানার ওসি সুদীপ রায় জানান, ‘আমি ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করার কথা শুনেছি। থানায় সোপর্দ করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা