হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলির প্রকট শব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে আবারও গোলাগুলির প্রকট শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর সাত রাউন্ড তীব্র শব্দে কেঁপে ওঠে সীমান্তের ওই এলাকা।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বামহাটির ছড়ার আগা এলাকার নুরুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ি অংশের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট এলাকায় ওই গোলাগুলির শব্দ হয়। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এবং অপর বিদ্রোহী আরএসওর মধ্যে এই গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই এলাকার দেলোয়ার হোসেন বলেন, গোলাগুলির ঘটনাটি বেন্ডুলার এএ ক্যাম্প এলাকা থেকে শোনা গেছে। সেখানে আরাকান আর্মি নিজেদের এলাকা নিয়ন্ত্রণে রাখতে কাঠ দিয়ে ঘেরাও দিচ্ছিল। তারা এখন আরএসওর গুপ্ত হামলার আতঙ্কে রয়েছে। সে কারণেই হয়তো গোলাগুলি করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নাইক্ষ‍্যংছড়িজুড়ে মিয়ানমারের যতটুকু সীমান্ত এলাকা রয়েছে, এর মধ্যে মিয়ানমার অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ অবস্থায় আরএসও বাহিনী তাদের অবস্থান জানান দিতে অপর বিদ্রোহী আরাকান আর্মির মুখোমুখি হয়।

তবে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বিজিবির দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁদের দাবি, এ ঘটনা মিয়ানমারের বিষয়।

এর আগে গতকাল বুধবার ভোর ৪টা ১০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর ৯ রাউন্ড তীব্র শব্দ শোনা যায়।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ