হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদমে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদ্যালয় এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান। তিনি বলেন, ‘এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে শিক্ষক মোহাম্মদ বদিউল আলমকে নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

অভিযোগ করা ছাত্রী জানায়, তাকে গত ৯ মে স্কুল চলাকালে এবং বিভিন্ন সময়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন প্রধান শিক্ষক বদিউল আলম। এ ঘটনায় ছাত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেন।

ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে প্রধান শিক্ষকের কুদৃষ্টির শিকার হয়েছে। জানি না, কত মেয়ের সঙ্গে এমন কাজ করেছেন তিনি। এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’

গত ৪ জুন যৌন হয়রানির ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করে। এরপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা