হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদমে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদ্যালয় এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান। তিনি বলেন, ‘এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে শিক্ষক মোহাম্মদ বদিউল আলমকে নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

অভিযোগ করা ছাত্রী জানায়, তাকে গত ৯ মে স্কুল চলাকালে এবং বিভিন্ন সময়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন প্রধান শিক্ষক বদিউল আলম। এ ঘটনায় ছাত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেন।

ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে প্রধান শিক্ষকের কুদৃষ্টির শিকার হয়েছে। জানি না, কত মেয়ের সঙ্গে এমন কাজ করেছেন তিনি। এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’

গত ৪ জুন যৌন হয়রানির ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করে। এরপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫