হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে ব্যাংক ডাকাতি: অস্ত্রের মুখে গাড়ি চালাতে বাধ্য হন চালক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির চালক কফিল উদ্দিন সাগর আদালতের জবানবন্দিতে জানিয়েছেন, তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়েছিল। আজ বুধবার দুপুরে থানচির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হকের কাছে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুই দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হলে এ জবানবন্দি দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

অন্যদিকে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য সন্দেহে গ্রেপ্তার গাড়ির চালক কফিল উদ্দিনসহ ছয়জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এএসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা-থানচির দুটি মামলায় গত ২২ এপ্রিল গাড়ির চালক কফিল উদ্দিন সাগর, ভানলাল বয় বম ও রুমার লাল রৌবত বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম, বান্দরবান সদর উপজেলার লাল লম থার বমসহ মোট ৬ জনকে পুলিশ রিমান্ড আবেদন করে। এর প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ (বুধবার) তাঁদের দুদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাদের।’

উল্লেখ্য, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ