হোম > সারা দেশ > বান্দরবান

অন্তর্বর্তী সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ যথাযথ হয়নি জানিয়ে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র-সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে তাঁদের যৌক্তিক দাবির কোনো মূল্যায়ন হয়নি। এবার এই অন্তর্বর্তী সরকার গঠনকালেও অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আদিবাসী প্রতিনিধি সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি তিনি বৈষম্যবিরোধী কিনা তা যাচাই পর্যন্ত করা হয়নি।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের স্বৈরশাসনের আমলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বৈষম্যহীন কীভাবে হন এমন প্রশ্নও করা হয় সমাবেশে। শেষে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নিয়োগ দেওয়া এই আদিবাসী প্রতিনিধিকে সরিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি নিয়োগের দাবি জানানো হয়।

উকিং ওয়াং মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী উবাথোয়াই মারমা, এডিশন চকমা, বিটন তঞ্চগ্যা, হিরো খেয়াং, ফেকরু ম্রো, সইনাং খুমীসহ আদিবাসী সমাজের বিভিন্ন ছাত্র-জনতা।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ