হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে যুবদল নেতাকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি

ফয়সাল আহমেদ। ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা যুবদলের এক নেতাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

অপহৃত যুবদল নেতার নাম ফয়সাল আহমেদ, তিনি জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সহসম্পাদক।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে ফয়সাল তাঁর দোকানের কর্মচারীকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাঁকে ধরে শহরের লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছেন।

এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পাহাড়ি কোনো সশস্ত্র গোষ্ঠী তাঁকে অপহরণ করে থাকতে পারে।

এ বিষয়ে অপহৃত যুবদল নেতার আত্মীয় নার্গিস আক্তার বলেন, ‘ফয়সাল আহমেদের কোনো খোঁজ এখনো পাইনি আমরা, কোনো গ্রুপ মুক্তিপণের জন্য ফোনে যোগাযোগ করেনি।’

বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, ‘আমাদের এক নেতাকে অপহরণ করা হয়েছে। সে নিজেই মেসেজ পাঠিয়ে জানায় যে, পাঁচজন উপজাতি ছেলে তাঁকে ধরে নিয়ে যাচ্ছে।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘আমরা যুবদল নেতাকে অপহরণের খবর পেয়েছি, তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।’

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ