হোম > সারা দেশ > বান্দরবান

৭ ডিসেম্বর বান্দরবান যাবেন বিদিশা

বান্দরবান প্রতিনিধি

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা আগামী বুধবার (৭ ডিসেম্বর) বান্দরবানে যাবেন। 

জাতীয় পার্টি বান্দরবান জেলা আহ্বায়ক কাজী নাছিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বেলা ৩টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত জেলা-কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে বিদিশা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। 

জানা গেছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় পার্টির সহ-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির উপদেষ্টা ও হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব। এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম মহানগর নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। 

এতে সভাপতিত্ব করবেন বান্দরবান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী নাছিরুল আলম। তিনি জানান, জাতীয় পার্টিকে পুনর্গঠনে লক্ষ্যে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। 

এদিকে দীর্ঘদিন বান্দরবান সরকার সমর্থিত বিরোধী দল জাতীয় পার্টির কোনো কার্যক্রম ছিল না। নতুন করে পুনর্গঠন ও কর্মী সমাবেশ আয়োজন করায় অল্প কিছু কর্মী যাঁরা আছেন তাদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে বলে কাজী নাছিরুল আলম জানিয়েছেন। 

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ