হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে কিশোরীকে ধর্ষণের মামলায় আলতাজ উদ্দিন (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আলতাজ উদ্দিন জেলার লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালছড়া এলাকার জকির আহাম্মদের ছেলে। 

মামলায় জানা গেছে, দীর্ঘদিন ধরে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে সামাজিকভাবে বৈঠক হয়। বৈঠকে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে ভবিষ্যতে উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেন। পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর ওই কিশোরীর নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করেন। ওই দিন বিকেলে কিশোরীর মা বাড়িতে ফিরে বিষয়টি জানলে তিনি লামা থানায় বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত রোববার এই আদেশ দেন। 

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্ত আলতাজ উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ