হোম > সারা দেশ > বান্দরবান

লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়ক বন্ধ

প্রতিনিধি, লামা (বান্দরবান)

সড়কের কালভার্ট ভেঙে পাথরবোঝাই একটি ট্রাকের চাকা ঢুকে যাওয়ায় লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ইয়াংছা বাজারপাড়ার কালভার্টে এ ঘটনা ঘটে।

ইয়াংছা এলাকার ওয়ার্ড মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, সকালে চট্টগ্রাম থেকে আসা পাথরবোঝাই একটি বড় ট্রাক ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের কালভার্টের ওপর উঠলে এটি ভেঙে ট্রাকের পেছনের দুই চাকা ঢুকে যায়। এ কারণে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ দিকে ট্রাকের চালক মো. মহিন উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে গতকাল রাতে ৩০ টন পাথর বোঝাই করে আলীকদমে নিয়ে যাচ্ছিলাম। পাথরগুলো আলীকদম-কুরুকপাতা-পোয়া মুহুরী সড়ক নির্মাণকাজে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির। 

স্থানীয় এলাকাবাসী মো. আরিফুল ইসলাম ও পাড়ার সরদার মো. শাহ আলম জানান, গত বছর এ সড়কটি নির্মাণ করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। সড়ক নির্মাণ চলাকালে পুরোনো এ কালভার্টটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দাবি জানালেও তাঁরা তা না করে কালভার্টের ওপর কার্পেটিং বসিয়ে কাজ শেষ করে চলে যায়। এ কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। 

এ ব্যাপারে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ বলেন, ট্রাকটি দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার