হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে আ.লীগের ১৮ জনের বিরুদ্ধে ভাঙচুরের মামলা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর থানা। ছবি: সংগৃহীত

বান্দরবানে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বান্দরবান পৌর যুবদল নেতা আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য রাজু বড়ুয়া, মহিউদ্দিন, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, মনির চৌধুরী, খলিলুর রহমান সোহাগ, রানা চৌধুরী, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।

মামলা সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরের আর্মিপাড়ায় ৭ নম্বর ওয়ার্ডের জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে হামলা হয়। এ সময় অফিসের আসবাব, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়। এ ছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তাই তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় ২০৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট নয়টি মামলা করা হয়। এর মধ্যে বৈষম্যবিরোধী দুটি ও বিএনপির পাঁচটি, আর দুটি অন্য মামলা করা হয়।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ