হোম > সারা দেশ > বান্দরবান

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ, সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল 

খাগড়াছড়ি সংবাদদাতা

‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। আজ রোববার অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বন্ধ রয়েছে। 

তবে বাস চলাচল না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। 

এদিকে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সমর্থনকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার সুমন বলেন, ‘এক দিন অবরোধে আমাদের সারা দেশের সঙ্গে শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এক দিনে ২০ লাখ টাকার ক্ষতি হয়। একটি বাসে চালকসহ তিনজন হিসাব করলে ১০০ বাসের ৩০০ মানুষ এখন বেকার। অবরোধ আমাদের ব্যাপক ক্ষতি করে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫