হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে গুলির ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় পর্যটকবাহী জিপ গাড়ির ওপর সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনায় ২৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলার রাজস্থলী থানার গাইন্দ্যা ইউনিয়নের য়চিং খই (৩৩) নামে এক ব্যক্তি বান্দরবান সদর থানায় এই মামলাটি করেন।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহাগ রানা মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার গলাচিপা এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনায় বান্দরবান সদর থানায় ২৩ জনকে আসামি করে ১৪৩ / ৩৪১ / ৩২৪ / ৩২৬ / ৩০৭ / ৪২৭ / ৩৪ ফৌ: কার্যবিধি ১৮৬০ অনুযায়ী রাজস্থলীর য়চিং খুই নামে এক ব্যক্তি একটি মামলা করেন। মামলার পরপরই আইনানুগ কার্যক্রম শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি (সমিতি জেএসএস) নেতা বান্দরবান সদরের বাসিন্দা কেএসমং মারমাকে প্রধান আসামি করা হয়। ২ নম্বর আসামি করা হয় রাঙামাটির রাজস্থলী উপজেলার মংনুচিং মারমা। অন্যরা বান্দরবান সদর, রোয়াংছড়ি, রাজবিলা এবং রাঙামাটি জেলার বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাদি য়চিং খইসহ তাঁদের একটি পর্যটক দল রাজস্থলী থেকে বান্দরবানের রুমা উপজেলা ঘুরতে যায়। পরে গত শনিবার ভ্রমণ শেষে তাঁরা বান্দরবান হয়ে রাজস্থলী যাওয়ার সময় ওই দিন বিকেল বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় পৌঁছালে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করে হত্যার করার জন্য গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। 

মামলায় আরও বলা হয়, গুলির ঘটনায় পর্যটকবাহী জিপ গাড়ির টাকা ফুটে যায় এবং গাড়িতে থাকা ছয়জন পর্যটক গুলিবিদ্ধ হয়।  আহতদের রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া  হয়। এ ঘটনায় গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ