হোম > সারা দেশ > বান্দরবান

উপজেলা নির্বাচন: সরে দাঁড়ানোর আলটিমেটাম চেয়ারম্যান প্রার্থীর 

বান্দরবান প্রতিনিধি

প্রাণনাশের হুমকির অভিযোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর। 

আজ সোমবার বান্দরবান শহরের হোটেল প্লাজার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না।’

কারা হুমকি দিয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা সময় হলে বলে দেব। পরিস্থিতি এখন এমন যে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াব, তখন সব বলব। এখন আপনারা খুঁজে বের করেন বাস্তবতা কী। তবে আমাকে এবং আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে—এ জন্য অনেকে কাজ করতে মাঠে নামতে ভয় পাচ্ছে।’ 

জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু না জানালেও নিজ দলের নেতা-কর্মীদের ইঙ্গিত করেছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতা। দলের নেতা-কর্মীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানান তাঁরা। 

এ ছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম অধ্যুষিত কয়েকটি পাড়ার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা