হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে জামায়াতের ৭ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জামায়াতের সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের যৌথ খামার এলাকার একটি হোটেলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরানুল হক (৩০), মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ূন কবির (৩৭), মো. মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯) ও মো. আশরাফুল ইসলাম (৩০)। 

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান শহরের যৌথ খামার এলাকার একটি হোটেলে শুক্রবার সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গোপন বৈঠককালে সাতজনকে আটক করা হয়। 

 আটকদের প্রত্যেকের মোবাইল ফোনে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা ও তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল নীলাদ্রি থেকে বেশ কিছু বই-লিফলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫