হোম > সারা দেশ > বান্দরবান

থানচি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচিতে চার দিনের টানা বর্ষণ এবং গতকাল বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানির প্রবাহ বেড়েছে। এতে থানচির দুর্গম দুই ইউনিয়নে পর্যটক ভ্রমণে নিরুৎসাহী করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে উপজেলার দুর্গম তিন্দু রেমাক্রী ইউনিয়নে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। চলতি বর্ষায়ও এই নৌপথে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে থানচির পর্যটনকেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করে উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক এবং সাঙ্গু নদীর পানির প্রবাহ কমে না যাওয়া পর্যন্ত সব নৌপথের চলাচল ও পর্যটকদের জন্য এই সতর্কবার্তা চলমান থাকবে। 

স্থানীয়রা জানান, টানা চার দিন ভারী বৃষ্টিপাতের কারণে রেমাক্রী তিন্দু থেকে ধেয়ে আসছে পানি। তিন্দু বড় পাথর এলাকায় ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কায় নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

ইউএনও মুহা. আবুল মনসুর গণমাধ্যমকর্মীদের বলেন, আবহাওয়াজনিত কারণে জানমালের ক্ষতি হতে পারে ধারণা করে সাঙ্গু নদীপথে চলাচল ও পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে প্রশাসন সাময়িকভাবে নিরুৎসাহিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা