হোম > সারা দেশ > বান্দরবান

রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রুমা বগা লেক এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার বগা লেক ঢালু রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রুমার বগা লেক সীমান্ত সড়কে একটি খালি ট্রাক রুমা সদরের উদ্দেশে আসছিল। এ সময় চুনচুনপাড়ার কিছু নারী-পুরুষ ওই গাড়িতে করে রুমা সদর ইউনিয়নের দুস্থ মহিলাদের ভিজিডি চাল সংগ্রহের জন্য যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি বগা লেক ঢালু রাস্তায় নামার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ট্রাক দুটি রাস্তায় দুই পাশে ছিটকে খাদে পড়ে। ঘটনাস্থলে চার বম নৃগোষ্ঠীর নারীর মৃত্যু হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ প্রতিবেদন লেখার পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা