সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ মো. হাবিবুরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে বান্দরবানের রুমা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রুমা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, রুমা বাজার পরিচালনা কমিটি সভাপতি অঞ্জন বড়ুয়া, আওয়ামী লীগের সহসভাপতি মীর নাছির উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক ও স্থানীয় মেম্বার আবু বক্করসহ নেতৃবৃন্দ।
নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। আহত সেনাসদস্যের নাম মো. ফিরোজ।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে রুমা সদরের ৩ নম্বর ওয়ার্ডে বথিপাড়ায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সিনিয়র ওয়ারেন্ট সেনা কর্মকর্তা ও তিন সন্ত্রাসীসহ মোট চারজন নিহত হন।