হোম > সারা দেশ > বান্দরবান

লামায় রোহিঙ্গা শিশুর দায়ের কোপে আরেক রোহিঙ্গা শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় এক রোহিঙ্গা শিশুর দায়ের কোপে সাদিয়া মনি (৬) নামে আরেক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত সাদিয়া মনি উপজেলার বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ার বাসিন্দা মো. ইদ্রিসের মেয়ে। তাকে আঘাত করা শিশুটি (১৩) একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইদ্রিসের মেয়ে সাদিয়া মনি ঘর থেকে খেলতে বের হয়। খেলাচ্ছলে পাশের বাড়ির শিশুটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে দা দিয়ে কোপ দেয়। তাতে ঘটনাস্থলেই সাদিয়া মনির মৃত্যু হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর উপজেলার ফাইতং ইউনিয়নে টাকার হিসাব নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আপ্রু ছিং মারমা বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঘটনার পর আঘাত করা শিশুটিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, আটক করা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা উভয়ে রোহিঙ্গা শিশু। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা