হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে কেন্দ্রীয় বৌদ্ধবিহারে আষাঢ়ী পূর্ণিমা উদ্‌যাপন

বান্দরবান, প্রতিনিধি

বান্দরবানের সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারে আজ বুধবার নানা আয়োজনে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদ্‌যাপন করা হয়েছে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধবিহারসহ প্রতিটি বৌদ্ধবিহারে সকাল থেকে চলে পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) মঙ্গল প্রদীপ প্রজ্বালনসহ নানা অনুষ্ঠান।

এ সময় বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির ও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু।

বিহারে উপস্থিত হয়ে সমবেত প্রার্থনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন বান্দরবান সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পরিচালনা কমিটির উপদেষ্টা দিলীপ কুমার বড়ুয়া, অনাদি রঞ্জন বড়ুয়া, সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সিনিয়র সহসভাপতি সুজিত কুমার বড়ুয়া, সহসভাপতি সম্পদ বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন বড়ুয়া, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, সমাজকল্যাণ সম্পাদক দেবাশীষ বড়ুয়া, ভান্ডাররক্ষক নিপু বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা। 

বিকেলে ধর্মদেশনা, হাজার প্রদীপ প্রজ্বালন ও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় আষাঢ়ী পূর্ণিমার আয়োজন।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ