হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা

বান্দরবান প্রতিনিধি

জেলা পরিষদের হলরুমে চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব নিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য দায়িত্ব নিয়েছেন। আজ সোমবার জেলা পরিষদের হলরুমে তাঁদের অভিষেক হয়।

এ সময় যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর কাছে যোগদানপত্র জমা দেন। অনুষ্ঠানে পরিষদে ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সদস্যরা হলেন রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মারমা ও খুরশিদা ইসহাক। অনুষ্ঠানে তাঁরা পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ সদস্যরা আত্মগোপনে চলে যান। পরে ৭ নভেম্বর নতুন পরিষদ গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা