হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে এনসিপি নেতাদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের বাগ্‌বিতণ্ডা

বান্দরবান প্রতিনিধি

এনসিপির বান্দরবান জেলা সমন্বয় কমিটি গঠনের পর নেতারা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এনসিপির বান্দরবান জেলা সমন্বয় কমিটি গঠনের পর নেতারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। এনসিপির প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল বলেন, ‘সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে চেয়ারম্যান বলেন, বান্দরবানে “জুলাই আন্দোলন” নামে কোনো আন্দোলন হয়নি। তিনি আরও অভিযোগ করেন, জেলা পরিষদ থেকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামে কেউ কেউ সুবিধা নিয়েছেন।’

চেয়ারম্যানের এমন মন্তব্যে এনসিপি নেতারা আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এনসিপি নেতারা ক্ষুব্ধ হয়ে জেলা পরিষদ কার্যালয় ত্যাগ করেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ আমান উল্লাহ, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা, আবদুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন নেতা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশে অধ্যাপক থানজামা লুসাইকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পরিষদের সদস্য সংখ্যা ১৪ জন।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ