হোম > সারা দেশ > বান্দরবান

কেএনএফের কারাবন্দীদের সরানো হলো চট্টগ্রাম কারাগারে, ‘নিরাপত্তার স্বার্থে’ সংখ্যা গোপন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার বেশ কয়েকজন কারাবন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাঁদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, বান্দরবান কারাগারে জায়গাসংকটের কারণে কারাবন্দী কেএনএফ সদস্যদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এবার কতজনকে সেখানে পাঠানো হয়েছে নিরাপত্তার স্বার্থে সেই সংখ্যা জানাতে রাজি হননি তিনি।

তবে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দী কেএনএফ সদস্যদের মধ্যে আজ ৩০ জনকে দুটি কারা ভ্যানে করে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন কেএনএফের ৩১ কারাবন্দীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল। এ ছাড়া গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়।

এসব মামলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ১১০ সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ