হোম > সারা দেশ > বান্দরবান

জনগণের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে: উপদেষ্টা সুপ্রদীপ

বান্দরবান প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জনগণের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর সঙ্গে শিক্ষা, জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষার দিকে দৃষ্টি থাকবে।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘তবে সমতলে শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ উন্নতি হয়েছে সে অনুপাতে পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। এতে প্রতিযোগিতায় টিকতে পারছে না শিক্ষার্থীরা।’

আজ সোমবার বেলা দেড়টায় বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনমানের উন্নতি করতে হলে সন্তানদের লেখাপড়ার মান উন্নত করতে হবে।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘দেশে প্রাপ্ত অক্সিজেনের ৪৪ শতাংশ এই অঞ্চল থেকে পাওয়া যেত। বর্তমানে সেভাবে অক্সিজেন পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ইস্যু নিয়ে সিদ্ধান্ত যদি দিতেই হয়, তবে বন্দীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, ডিজিএফআইয়ের কর্নেল আসাদুল্লাহ জামশেদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল হকসহ জেলার সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ