হোম > সারা দেশ > বান্দরবান

শঙ্খ নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

পরিবারের সঙ্গে উশৈমং মারমা। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে শঙ্খ নদে গোসল করতে নেমে উশৈমং মারমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ডাকছৈ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২২ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোওয়াসে পাড়ার শিশুটির পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

মৃত শিশুটি রুমা উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোওয়াসে পাড়ার বাসিন্দা উসিং মারমার ছেলে এবং থানচি বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ডাকছৈ পাড়ার বাসিন্দা মংপ্রু হেডম্যান বলেন, ‘২২ জানুয়ারি দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুটির পরিবারের বসতঘর পুড়ে যায়। গত মাসে মা-বাবা নিরুপায় হয়ে শিশুটিকে আমাদের গ্রামে বিহারে ভান্তে বড় ছেলের কাছে লেখাপড়া করার জন্য রেখে যান। শিশুটির মৃত্যুর ঘটনায় রুমা-থানচি উপজেলার দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘আমরা থানচি থানা ও শিশুর পরিবারকে মোবাইল ফোনে জানিয়েছি। শিশুটির অভিভাবক পৌঁছালে পরিবারের কাছে পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।’

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা