হোম > সারা দেশ > বান্দরবান

শঙ্খ নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

পরিবারের সঙ্গে উশৈমং মারমা। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে শঙ্খ নদে গোসল করতে নেমে উশৈমং মারমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ডাকছৈ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২২ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোওয়াসে পাড়ার শিশুটির পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

মৃত শিশুটি রুমা উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোওয়াসে পাড়ার বাসিন্দা উসিং মারমার ছেলে এবং থানচি বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ডাকছৈ পাড়ার বাসিন্দা মংপ্রু হেডম্যান বলেন, ‘২২ জানুয়ারি দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুটির পরিবারের বসতঘর পুড়ে যায়। গত মাসে মা-বাবা নিরুপায় হয়ে শিশুটিকে আমাদের গ্রামে বিহারে ভান্তে বড় ছেলের কাছে লেখাপড়া করার জন্য রেখে যান। শিশুটির মৃত্যুর ঘটনায় রুমা-থানচি উপজেলার দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘আমরা থানচি থানা ও শিশুর পরিবারকে মোবাইল ফোনে জানিয়েছি। শিশুটির অভিভাবক পৌঁছালে পরিবারের কাছে পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।’

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ