হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮১টি বার্মিজ পশু জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৮১টি মিয়ানমারের গবাদিপশু জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব গবাদিপশু জব্দ করা হয়। 

১১ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সীমান্তে সতর্ক আছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপির সদস্যরা ৮১টি মিয়ানমারের গরু জব্দ করে।’ 

লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘গত জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত ১১ বিজিবি কর্তৃক গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোলো) কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করে আসছে।’ দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ