হোম > সারা দেশ > বান্দরবান

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার দায়ে ২ যুবলীগ নেতা বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর দায়ে যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

কেলু মং বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ও জেলা যুবলীগের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের আগেই দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে বলা হয়েছিল। কিন্তু কেউ কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী বা অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করছে। এতে একদিকে যেমন দলীয় সিদ্ধান্ত অমান্য হচ্ছে অন্যদিকে দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজ হচ্ছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই গঠনতন্ত্র মোতাবেক তাদের প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।’ 

বহিষ্কার দুই যুবলীগ নেতা হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নং দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহাম্মদ শামশুল আলম এবং ১ নং সহসভাপতি মুহাম্মদ ফোরকান। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক এবং সাংগঠনিক দায়িত্ব। নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ৪ নং দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহাম্মদ শামশুল আলম এবং ১ নং সহসভাপতি মুহাম্মদ ফোরকান আপনারা ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইমরানের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠনতন্ত্রের ২২ (ক) ধারায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ 

তাই গঠনতন্ত্রের আলোকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার নির্দেশে উপজেলার ৪ নং দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ১ নং সহসভাপতিকে যুবলীগ সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এদিকে জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং জানান, ওই দুজনকে অব্যাহতিপত্রের মাধ্যমে বহিষ্কার করায় পরবর্তী সম্মেলনের মাধ্যমে কাউন্সিল না হওয়া পর্যন্ত দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সংগঠনের ৩ নং সহসভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। 

এ বিষয়ে অব্যাহতিপ্রাপ্ত দুই নেতার বক্তব্য নেওয়া যায়নি।      

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫