হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ভাড়া বাসায় ছাত্রশিবিরের ৯ কর্মী আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরে ভাড়া বাসা থেকে ৯ জন ছাত্রশিবিরের কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের আর্মীপাড়া এলাকায় তাঁদের আটকের ঘটনা ঘটে। 

আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদুল জলিল। তিনি বলেন, ‘আর্মি পাড়া থেকে ছাত্রশিবিরের ৯ সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রসিদ ও দেশ বিরোধী বিভিন্ন বই পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

আটকেরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারীর কলিম উল্লাহ (২২), কক্সবাজার রামু ঈদগড় এলাকার হাসান সোহেল (২৩), চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর এলাকার মো. ফরহাদ (১৮), কক্সবাজার রামু গর্জনিয়া এলাকার কলিম মুল্লাহ (২৪), চট্টগ্রামের সাতকানিয়া পূর্বমাহালিয়া এলাকার মুক্তার হোসেন (২১) ও কক্সবাজার মহেশখালী শাপলাপুর মুখবেখি এলাকার জাকার উল্লাহ (২৪)। এ ছাড়া, আরও তিন কিশোর আটক হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আটকেরা গত ২৭ অক্টোবর জেলা শহরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী পোস্টার লাগান। পরে আর্মি পাড়ার ইউসুফ সিকদারের ভাড়া বাসায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসা থেকে সরকার ও দেশ বিরোধী বিভিন্ন বই পাওয়া যাওয়ায় তাঁদেরকে আটক করা হয়। 

এ বিষয়ে বাড়ির মালিক ইউছুফ শিকদার বলেন, ‘আলীকদম উপজেলার মুছা নামের এক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে কয়েক জন ব্যাচেলর ছেলে রাখেন এবং মুছাই প্রতি মাসে ভাড়া পরিশোধ করতেন।’

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা