হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে বাড়ছে নিষিদ্ধ পপি চাষ, ৩০ একর পপিখেত পুড়িয়ে দিল বিজিবি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় গহিন অরণ্যে বাড়ছে নিষিদ্ধ পপির চাষ। একশ্রেণির প্রভাবশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই পপির চাষ করছেন। তবে এবার সন্ধান পেয়ে ৩০ একর পাহাড়ি জমির পপিখেত পুড়ে দিয়েছে বিজিবি।

গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়নে পপি চাষের সন্ধান পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিকেলে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে একটি দল তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাইকা খুমিপাড়া এলাকায় অভিযানে যায়। বিজিবি টহল টের পেয়ে পপিচাষিরা পালিয়ে যান।

এরপর স্থানীয়দের উপস্থিতিতে ৩০ একর পপিখেত পুড়িয়ে নষ্ট করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা। ওই এলাকায় আরও পপিখেত আছে কি না, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অভিযান শেষে বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরভাবে পেশাদারির সঙ্গে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ৬ রোহিঙ্গা যুবক আটক

থানচির নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ