হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার বুচিরমুখ এলাকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের নারী-শিশুসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকেও আটক করা হয়েছে।

আটক পাঁচ দালাল হলেন—আলীকদম উপজেলার খুইল্যামিয়া পাড়ার নজরুল ইসলাম (৪০), দক্ষিণ নয়াপাড়ার আরিফুল ইসলাম (২৫), নয়াপাড়ার খোরশেদ আলম (৫৭), জামাল উদ্দিন (২৭) ও চৈক্ষ্যং ইউনিয়নের আবু হুজাইফা (৩২)।

বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে বুচিরমুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় ১২ পুরুষ, ১০ নারী এবং ৩৬টি শিশুসহ মোট ৫৮ রোহিঙ্গাকে আটক করা হয়।

অভিযানে পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এ সময় একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশ ব্যাক করা হবে। আটক দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ