হোম > সারা দেশ > বান্দরবান

খালে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ ‍উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় খালেনেমে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বৈক্ষমঝিরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে আজ (মঙ্গলবার) বেলা ৪টার দিকে ওই দুই শিশু খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া শিশুটি বৈক্ষমঝিরি মার্মা পাড়ার বাসিন্দা মংক্যহ্লা মার্মার মেয়ে এক্যানু মার্মা (৬)। আর নিখোঁজ থাকা ক্য ক্য নু মার্মা (৪) দরদরী নয়া মার্মা পাড়ার বাসিন্দা থুই চাহ্লা মার্মার মেয়ে।

স্থানীয়রা জানান, আজ বিকেলে দুই শিশু এক সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর বাড়িতে ফিরে না আসলে খোঁজাখুঁজির পর স্বজনেরা খাল পাড়ে দুই শিশুর কাপড় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এক্যানু মার্মার লাশ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ ক্য ক্য নু মার্মার লাশ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

এই ব্যাপারে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ক্য ক্য নু মার্মাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছেন, উভয় শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।’

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, ’দুই শিশু পানিতে ডুবে নিখোঁজের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতা করেছি।’

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ